রবিবার, আগস্ট ১৭, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিকাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সর্পদেবী মনসা মায়ের  পুজা

কাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সর্পদেবী মনসা মায়ের  পুজা

পাঁঠা বলির মাধ্যমে রবিবার  (১৭ আগস্ট) রাঙামাটির  কাপ্তাই উপজেলার রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির, কাপ্তাই লগগেইট জয়কালী মন্দির, কেপিএম কয়লার ডিপু পুরাতন হরিমন্দির এবং চন্দ্রঘোনা মিশন এলাকা ও শীলছড়ির ওয়াগ্গাতে সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত সম্পন্ন হলো হিন্দু দেবতা সর্পদেবী মনসার পুজা। এ উপলক্ষে কাপ্তাইয়ের বিভিন্ন মন্দিরে ভক্তদের ভীড় লক্ষ্য করা গেছে ।

এই বছর কাপ্তাই উপজেলার  ৫টি  ইউনিয়নে   ২ শতাধিক পাঁঠা ছাগল এবং হাঁস বলির মাধ্যমে সনাতন ধর্মালম্বীরা  মনসার পূজা করেছেন বলে জানা যায়।

কাপ্তাই লগগেইট জয়কালী মন্দিরের  সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু ও জয়কালী মন্দিরের পুরোহিত পিন্টু চক্রবর্তী জানান, সকালে মন্দিরে পুজা শেষে এরপর বলি দেওয়া হয়েছে। এইখানে ৬৩ টির মতো ছাগল বলি দেওয়া হয়েছে।

রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সেন লাতু  জানান, এবছর এই মন্দিরে প্রায় ৭০ টির মতো  ছাগল বলি দেওয়া হয়েছে এবং কিছু হাঁসও বলি দেওয়া হয়।

চন্দ্রঘোনা মিশন এলাকার যুবক অভিজিৎ দাশ কিষান জানান, এই বছর মিশন এলাকায় ৩০ টি ছাগল বলি দেওয়া হয়েছে।

কেপিএম কয়লার ডিপু হরি মন্দির এলাকার ইউপি সদস্য নীল কান্ত মল্লিক নিকেট জানান, কয়লার ডিপো এলাকায় ১৫ টি ছাগল বলি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শ্রাবন মাসের ১ তারিখ হতে  মনসার পুজাকে কেন্দ্র করে মন্দিরে মন্দিরে মনসার পুঁথি পাঠ শেষে সনাতন সম্প্রদায়ের লোকজন শ্রাবন মাসের শেষে এই পুজা করে থাকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments