কাপ্তাই চন্দ্রঘোনায় দুর্বৃত্তের হামলায় রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের গাড়ি এবং ফার্মেসীর গ্লাস ভাঙার অভিযোগ পাওয়া গেছে। সেই সাথে এই ঘটনায় বাঁধা দেওয়ায় দু-বৃর্ত্তদের হামলায় হাসপাতালের নিজস্ব নিরাপত্তা প্রহরী সিরাজ, নুরুল আলম, জুনু, উচিং মারমা আহত হয়েছেন।
গতকাল শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে জানান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং।
তিনি আরোও জানান, গতকাল শনিবার সকাল ১০ টায় হাসপাতালের মাঠে স্থানীয় এক যুবকের সাথে এক রিকসাওয়ালার কথা কাটাকাটি হয়।
ঐ যুবক রিকশাওয়ালাকে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর করলে সেই সময় ঐ পথ দিয়ে যাওয়া চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের পালক প্রধান রেভারেন্ড দিলীপ সরকার প্রতিবাদ করলে তাঁর সাথে ঐ যুবকের বাকবিতন্ডা হয়। তখন অদূরে দায়িত্বরত হাসপাতালের নিরাপত্তা কর্মীরা ছুটে আসলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এই ঘটনার রেশ ধরে ঐ যুবক রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বনগ্রাম এবং লিচুবাগান এলাকা হতে লাঠিসোটা নিয়ে প্রায় ২০ জনের মতো একটি দল নিয়ে এসে শনিবার সন্ধ্যা ৭ টায় অর্তিকিত ভাবে হাসপাতালে হামলা করে হাসপাতালের গাড়ির গ্লাস এবং ফার্মেসীর গ্লাস ভাংচুর করে চলে যায়।
হাসপাতালের পরিচালক আরোও জানান মাত্র ৩ মিনিটে তাঁরা এই ঘটনা ঘটায়, তাদের হামলায় হাসপাতালের নিরাপত্তা কর্মীরা বাঁধা দিলে তাদেরকে লাঠি দিয়ে আঘাত করে হামলা করে ঐ যুবকরা।
এদিকে এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা কর্মকর্তা সিমসন চাকমা বাদি হয়ে অজ্ঞাতনামা যুবকদের আসামি করে কাপ্তাই থানায় একটি অভিযোগ দায়ের করেন।
কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে গতকাল শনিবার সন্ধ্যার পর পুলিশ ফোর্স হাসপাতালে যান। এই ঘটনায় তদন্ত পূর্বক দোষীদের শাস্তির আওতায় আনা হবে।