বাংলাদেশের সীমান্তে আরাকান আর্মি’র পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আহত বন্যহাতিকে চিকিৎসা দিতে গিয়ে হাতিটির আক্রমণে গুরুতর আহত দুই চিকিৎসকসহ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বিজিবির হেলিকপ্টারযোগে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে।
শনিবার দুপুর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানিয়েছে।
ঘটনাস্থলে আহতরা হলেন; ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. হাতেম সাজ্জাত, মো. জুলকারনাইন, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশের কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব মো. আতিকুর রহমান।
বিজিবি’র বিশেষসূত্রে জানা গেছে, আহতদের উন্নত চিকিৎসার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিজস্ব হেলিকপ্টারযোগে রামু ক্যান্টনমেন্ট থেকে ঢাকাতে নিয়ে যাওয়া হয়েছে।
গত ১১ আগস্ট নাইক্ষ্যংছড়ি সীমান্তে এই ঘটনাটি ঘটে। হাতিটি স্থলমাইন বিস্ফোরণে আহত হয়ে একটি পা অবশ/অকার্যকর হয়ে পরে। আহত হাতির ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক ও বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক গণমাধ্যমের প্রচার হবার পর আহত হাতিকে চিকিৎসা করতে যায় একটি চিকিৎসক দল।