রাঙামাটির কাপ্তাই উপজেলা বিএনপির উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ৩১দফা মেরামতে লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাট সাপ্তাহিক বাজারে আগত ক্রেতা বিক্রেতার মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা যে দাবি তা জনগণের দাবি।
আমরা এই ৩১দফা সাধারণ জনগনের মাঝে জানান দেয়ার জন্য সকল হতে লিফলেট বিতরণ করছি। বিতরণকালে এসময় কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সহ-সভাপতি হারুন অর রশিদ (রতন),সাধারণ সম্পাদক মো ইয়াছিন মামুন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাকিব হোসেন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো.বেলাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি পারুল আক্তার, কাপ্তাই উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক তরিক উল্লাহ, ছাত্রদল সদস্য মেহেদী হাসান ফাহিম, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ কামাল হাকিম, উপজেলা জিসাস সভাপতি নুর মোহাম্মদ বাবু, বিএনপি নেতা মো সাজ্জাদ হোসেন, ওয়াগ্গা ইউনিয়ন যুবদল আহবায়ক আবুল বশার,যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ও মো.রাজু সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।