শনিবার, আগস্ট ৯, ২০২৫
মূলপাতাপ্রধান খবরকাপ্তাই উপজেলা জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

কাপ্তাই উপজেলা জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

জামায়াত কর্মী মানেই সমাজ কর্মী। সমাজ থেকে দুর্নীতি, জুলুম ও ফ্যাসিবাদের মূলোৎপাটন করে ন্যায়, সাম্য ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে জামায়াতের প্রত্যেক কর্মীকে নিঃস্বার্থ কাজ করে যেতে হবে। সমাজের প্রতিটি উন্নয়নমূলক কাজে সততার সাথে অংশগ্রহণের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা জামায়াতের ইসলামীর নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম।

শুক্রবার (৮ আগষ্ট) সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা কর্তৃক আয়োজিত কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথির  বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাপ্তাই উপজেলা আমীর মুহাম্মদ হারুনুর রশীদের সভাপতিত্বে ও এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুর জামাল এর সঞ্চালনায়  শিক্ষা শিবিরে বিশেষ আলোচকের  বক্তব্য রাখেন   জামায়াতের জেলা সেক্রেটারী মনছুরুল হক, কুরআনের শিক্ষা তুলে ধরে বক্তব্য দেন এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও মাজলিসুল মুফাসসিরীন সভাপতি মাওলানা এবিএম তোফায়েল উদ্দিন।

বিশেষ অতিথি মনছুরুল হক বলেন, জামায়াতের সকল কর্মীকে সমাজের মানুষের জন্য কল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করতে হবে। নবী-রাসুলগণ দাওয়াতী কাজের মাধ্যমে সমাজে আল্লাহর আইন বাস্তবায়নের চেষ্টা করে গেছেন। ইউনিটসমূহকে সচল রেখে সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

মাওলানা এবিএম তোফায়েল উদ্দিন কুরআনের সুরা আনফালের শিক্ষা তুলে ধরে বলেন, আল্লাহ পাক মু’মিনদের বিভিন্নভাবে পরিক্ষা করে থাকেন। পূর্ববর্তী যুগের মু’মিনদের যেভাবে পরিক্ষা করেছেন তদ্রুপ ইসলামী আন্দোলনের কর্মীদেরও পরীক্ষা করবেন।

আমাদেরও পার্থিব বিপদ-আপদে ধৈর্য ধারণের মাধ্যমে নিজেদেরকে একজন একনিষ্ঠ মুসলিম হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে।  শিক্ষা বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সেক্রেটারি সফিকুল আলম, প্রধান শিক্ষক মো. হানিফ, মাওলানা আমির হোসাইন প্রমূখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments