বুধবার, আগস্ট ৬, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিকাপ্তাইয়ে জামায়াতের গণমিছিল

কাপ্তাইয়ে জামায়াতের গণমিছিল

রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কাপ্তাই উপজেলা শাখার  আয়োজনে ৩৬ জুলাই ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৫ (আগষ্ট) বিকালে কাপ্তাই উপজেলা চত্বরে মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়৷ উপজেলা জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুর জামালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার আমির হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলার নায়েবে আমীর মাওলানা লোকমান হোসেন। সমাবেশে শুরুতে

স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের চন্দ্রঘোনা শাখার সভাপতি শাহাদাত হোসেন।
প্রধান অতিথি হারুনুর রশীদ বলেন, জুলুম বৈষম্যের বিরুদ্ধে সচেতন ছাত্র-জনতা জীবন বিলিয়ে দিয়েছে। ১৬০০ র অধিক ছাত্র-জনতার জীবনের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত এই স্বাধীন দেশে আর কোনো জুলুম, নব্য ফ্যাসিবাদ, দুর্নীতি ও টেন্ডারবাজী সাধারণ জনগণ মেনে নেবে না। রাজাকার বলে গালি দেওয়ার চেতনার রাজনীতি দিল্লীতে পালিয়ে গেছে।
নায়েবে আমীর লোকমান হোসেন বলেন, ছাত্র-জনতার বিপ্লবকে যেকোনো মূল্যে আমাদের রক্ষা করতে হবে।
মিছিল পরবর্তী সমাবেশে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা সেক্রেটারি সিরাজুল ইসলাম, চন্দ্রঘোনা সেক্রেটারি মাওলানা কামরুল হাসান, জামায়াত নেতা সফিকুল আলম, আমীর হোসাইন প্রমূখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments