বুধবার, আগস্ট ৬, ২০২৫
মূলপাতাপর্যটনসাজেক সড়কে পানি যানচলাচল বন্ধ আটকা ৫ শতাধিক পর্যটক

সাজেক সড়কে পানি যানচলাচল বন্ধ আটকা ৫ শতাধিক পর্যটক

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট সাজেক সড়কের মাচালং বাজার সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে সাজেক খাগড়াছড়ি সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। সড়ক তলিয়ে যাওয়ায় সাজেক ও মাচালং বাজারে আটকে পড়েছে ৫৮৩ জন পর্যটক।

আটকে পড়াদের উদ্ধারে উপজেলা প্রশাসনের সহায়তায় কাজ করছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন।
মঙ্গবার সকাল থেকে সাজেকের সাথে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে বিকল্প উপায়ে নৌকা ও বাঁশের ভেলায় করে সাজেকে আটকে পরা পর্যটকদের পারাপার করা হচ্ছে। সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন সড়কের উপরে আনুমানিক ৫-৬ ফুট পানি আছে এ অবস্থায় কোন ভাবে গাড়ী চলাচল সম্ভব নয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার।
ইউএনও শিরিন আকতার বলেন, ‘আটকে পড়া অনেক পর্যটক সড়ক ডুবে যাওয়া অংশটি বাঁশের ভেলায় বা নৌকায় করে পারাপার করছে। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বেড়াতে এসেছেন তারা পুনরায় সাজেকে ফিরে গেছেন। সড়ক থেকে পানি নেমে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments