রবিবার, আগস্ট ৩, ২০২৫
মূলপাতাদুর্ঘটনাবাঘাইছড়ির মারিশ্যা দিঘিনালা সড়কে পাহাড় ধসে যানচলাচল বন্ধ

বাঘাইছড়ির মারিশ্যা দিঘিনালা সড়কে পাহাড় ধসে যানচলাচল বন্ধ

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার একমাত্র আন্ত জেলা সংযোগ সড়ক মারিশ্যা দিঘিনালা সড়কে পাহাড় ধসে যানচলাচল চলাচল বন্ধ রয়েছে। ৩ আগষ্ট রবিবার রাতভর ভারী বৃষ্টির ফলে সকাল সাড়ে ৬ টার দিকে সড়কের ৯,১০ ও ১৪ কিলোমিটার এলাকায় পাহাড় ধসে পরে এতে চট্টগ্রাম গামী শান্তি পরিবহনের বাস ও ছোট বড় অনেক যানবাহন আটকে পড়েছে। এতে দূর্ভোগে পড়েছে শতাধিক মানুষ। এছাড়া টানা বৃষ্টির ফলে বাঘাইছড়ির নিচু অঞ্চল প্লাবিত হয়েছে বেশ কয়েকটি অভ্যন্তরিন সড়ক পানিতে তলিয়ে গেছে। বাঘাইছড়ি পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও শান্তি পরিবহনের লাইন ম্যান গিয়াসউদ্দিন নাছির পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন এখন পর্যন্ত তিনটি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়ার সংবাদ পেয়েছি, সব গাড়ী আটকে আছে পথে মাটি সরানোর কাজ এখনো শুরু হয়নি।

শান্তি পরিবহনের যাত্রী মো: আরমান বলেন সকাল থেকে সড়কে আটকে আছি প্রচুর বৃষ্টি হচ্ছে আরো বড় ধরনের আশংকা রয়েছে।

খাগড়াছড়ি সড়ক জনপদ বিভাগের কর্মকর্তা প্রিয়দর্শী চাকমা বলেন আমরা সংবাদ পেয়েছি মাটি সরাতে জনবল ও পেলোডার পাঠানো হয়েছে মাটি সরাতে কিছুটা সময় লাগবে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার পাহাড় ধসে যানচলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। পাহাড়ের পাদদেশে বসবাস কারী সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments