বুধবার, জুলাই ৩০, ২০২৫
মূলপাতাঅপরাধবাঘাইছড়িতে সেনা অভিযানে একে ৪৭ রাইফেলসহ অস্ত্র গোলাবারুদ উদ্ধার

বাঘাইছড়িতে সেনা অভিযানে একে ৪৭ রাইফেলসহ অস্ত্র গোলাবারুদ উদ্ধার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং নরেন্দ্র কারবারি পাড়ায় সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন ও ইউপিডিএফ এর মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে জানিয়েছে সেনাবাহিনী। তবে কোন ধরণের হতাহতের খবর নিশ্চিত করতে পারেনি পুলিশ।

গেল সোমবার দিবাগত ভোর রাতে এ ঘটনা ঘটেছে জানিয়েছে সেনাবাহিনী। খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধীন সিক্স বেঙ্গল বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে: কর্নেল মো: মাসুদ রানা(পিএসসি) দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। এসময় তিনি জানান সেনাবাহিনী অভিযানে ইউপিডিএফ পিছু হটে পরে ঘটনা স্থলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সয়ংক্রিয় অস্ত্র গোলাবারুদ ও বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। এসব হলো ১ টি একে-৪৭ রাইফেল, গাদা বন্দুক ৩ টি, এলজি-১টি, ম্যাগাজিন-১টি, গোলাবারুদ -তাজা ৬টি, খালি খোসা-৪২ টি, ওয়াকিটকি সেট-৪টি, স্পাই পেন ক্যামেরা -৩টি, চাঁদাবাজির রশিদ বই, ইউপিডিএফ এর দলীয় পতাকা, আর্ম ব্যান উদ্ধার করা হয়েছে।

গোলাগুলির ঘটনা জানতে চাইলে ইউপিডিএফ এর বাঘাইছড়ি উপজেলা সমন্বয়ক অক্ষয় চাকমা দাবী করেন মাচালং নরেন্দ্র কারবারি পাড়ায় ইউপিডিএফ এর কোন কার্ক্রম নাই সেনাবাহিনী রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত ভাবে ইউপিডিএফকে দায় দিচ্ছে এটি সাজানো নাটক, স্থানীয়দের সঙ্গে কথা বললে আরো বিস্তারিত জানতে পারবেন। এই ঘটনার প্রতিবাদে ইউপিডিএফ বাঘাইহাট উজো বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments