রাঙামাটির লংগদু উপজেলা সদর হতে বাইট্টাপাড়া পর্যন্ত সড়ক নির্মাণ কাজের সময় মোটর সাইকেলের ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম খলিল রহমান (৪৫)। এ ঘটনায় মোটর সাইকেল চালক সহ যাত্রীরা গুরতর আহত অবস্থায় লংগদু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১১ টার দিকে লংগদু সদরে বাইট্টাপাড়া এলাকায় রাস্তা সংস্কারের কাজ করছিল খলিল। এসময় একটি দ্রুতগামী ভাড়ায় চালিত মোটর সাইকেল খলিলকে ধাক্কা মারলে খলিল মাথায় আঘাত পায়। এ সময় মোটর সাইকেল চালকসহ তিন আহত হয়। নিহত খলিল রহমান উপজেলার ইসলামাবাদ এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা। আহত অবস্থায় প্রথমকে খলিলকে লংগদু হাসপাতালে পরে খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে সেখানে খলিলের মৃত্যু হয়।
লংগদু থানার ওসি তদন্ত সরজিৎ দে জানান, ঘটনাটি সকাল এগারোটার দিকে ঘটেছে। যিনি মারা গেছেন তিনি খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।