বুধবার, জুলাই ৩০, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিযমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাঙামাটিতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৫টায় শহরের রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে দৈনিক যুগান্তর জেলা অফিস ও স্বজন সমাবেশ।
অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করে নুরুল ইসলামকে শ্রদ্ধায় স্মরণ করা হয়। এরপর দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা বলেন, নুরুল ইসলাম ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক ও বীর মুক্তিযোদ্ধা। দেশের জন্য তার অবদান ছিল অসামান্য। তিনি দেশে বহুসংখ্যক শিল্পকারাখানা ও প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে উন্নয়ন আসে অর্থনীতিতে। তৈরি হয় হাজারও মানুষের কর্মসংস্থান। তিনি ছিলেন দেশের একজন সফল শিল্প উদ্যোক্তা ও অর্থনীতিবিদ। তিনি বেঁচে থাকলে আজকের বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশবিনির্মাণে বড় ধরনের ভূমিকায় এগিয়ে আসতেন।
পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন দৈনিক যুগান্তরের পাঠক সংগঠন স্বজন সমাবেশ রাঙামাটি জেলার সভাপতি এম কামাল উদ্দিন। অনুষ্ঠানে সাংবাদিক চৌধুরী হারুনুর রশিদ, হেফাউজ-উল বারী সবুজ, সাধন বিকাশ চাকমা, সত্রং চাকমা, হিমেল চাকমা, জিয়াউর রহমান জুয়েল, জিয়াউল হক, রোকসানা আক্তার পিংকি, রাকিব উদ্দিন রকি, স্বজন সমাবেশে রাঙামাটি জেলার সাংগঠনিক সম্পাদক অন্তর চাকমাসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments