সরকারের নির্লিপ্ততা, সারা দেশে আইন শৃঙ্খলা অবনতি, তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র, মিথ্যাচার অপ প্রচার, মিটফোর্ডের পাশবিক হত্যাকান্ডে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী ও আসন্ন নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেছে রাঙামাটি জাতীয়তাবাদী শ্রমিক দল।
সোমবার সকাল ১১ টায় রাঙামাটি শহরে বনরূপা থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার সংস্কারের কথা বলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ না করে বিএনপিকে কিভাবে মাইনাস করা যায় সে ষড়যন্ত্র করা হচ্ছে। তারেক রহমান সহ বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার অপপ্রচার করা হচ্ছে। অতি দ্রুত সময়ে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা না হলে সামনে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে হুশিয়ারী দেন বক্তারা।
বক্তারা আরো বলেন, বর্তমান অর্ন্তবর্তীকালী সরকার এনসিপি দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করার পাশাপশি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক এড দীপেন দেওয়ান।
জেলা শ্রমিক দলের সভাপতি মো মমতাজ মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, সহ সভাপতি এড সাইফুল ইসলাম পনির, জেলা যুৃবদলের সভাপতি আবু সাদাৎ মোহাম্মদ সায়েম।