বুধবার, জুলাই ৩০, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিবিলাইছড়ি থানা পরিদর্শনে রাঙামাটি সিনিয়র সহকারী পুলিশ  সুপার

বিলাইছড়ি থানা পরিদর্শনে রাঙামাটি সিনিয়র সহকারী পুলিশ  সুপার

অর্ধ-বার্ষিক পরিদর্শন উপলক্ষে বিলাইছড়ি থানা পরিদর্শন করেছেন রাঙামাটির বিলাইছড়ি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার  মোঃ নরুল আমীন।

রবিবার সকালে পরিদর্শনের শুরুতে থানার সম্মানিত অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিঃ) মানস বড়ুয়া, থানার সকল অফিসার ও ফোর্সের উপস্থিতিতে এক আনুষ্ঠানিক ইন্সপেকশন প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে ফোর্সের ড্রেস, ডিসিপ্লিন, অস্ত্র ও সরঞ্জামাদি পরিদর্শন করেন এসি (সার্কেল) মহোদয় এবং সন্তোষ প্রকাশ করেন।

পরবর্তীতে থানা ভবনের অভ্যন্তরীন অংশ, অস্ত্রাগার, মালখানা, রেজিস্ট্রার সমূহ, জিডি রেজিস্টার, এফআইআর রেজিস্টার, থানা রেকর্ডরুম, হাজতখানা, থানার অফিস কক্ষসমূহ এবং থানা ক্যাম্পাসের পরিবেশ-পরিচ্ছন্নতা সরেজমিনে পরিদর্শন করেন। তিনি থানার প্রশাসনিক কার্যক্রম, মামলার তদন্তের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দাপ্তরিক শৃঙ্খলা, এবং জনসেবামূলক কার্যক্রম সম্পর্কে ওসি মহোদয়ের নিকট থেকে বিস্তারিত অবগত হন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে তিনি থানার সকল পুলিশ সদস্যকে আরও পেশাদারিত্ব, নিষ্ঠা ও জনবান্ধব মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments