২০২৫ সালে রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহনকারীদেরকে কলেজ ছাত্রদলের পক্ষ হতে খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি এবং পরীক্ষার ফাইল সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯ টা হতে সকাল সাড়ে ৯ টা পর্যন্ত কলেজ এর প্রবেশ মুখে এই বিতরণ কার্যক্রম করা হয়।
এ সময় রাঙামাটি সরকারী কলেজ ছাত্রদলের সহ সভাপতি রাহাত ইমন, কর্নফুলী কলেজ ছাত্রদলের সভাপতি ফাহিম শাহরিয়া, সহ সভাপতি মো: তারেক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তামজিদ আরাফাত সাহিল ও রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: নজরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুশফিকুর রহমান, সহ ছাত্রী বিষয়ক সম্পাদক হালিমাতুন সাদিয়া এবং সদস্য সাথি তনচংগ্যা সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।