শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
মূলপাতাপ্রধান খবরজেলা পরিষদের বৈষম্য দূর করার দাবীতে সংবাদ সম্মেলন

জেলা পরিষদের বৈষম্য দূর করার দাবীতে সংবাদ সম্মেলন

রাঙামাটি জেলা পরিষদে জনবল নিয়োগ ও শিক্ষাবৃত্তি প্রদানে জাতিগত বৈষম্য দূর করে জনসংখ্যা অনুপাতে বন্টন করা ও চলমান স্বাস্থ্য বিভাগের নিয়োগ কার্যক্রম বাতিলের দাবীতে রাঙামাটিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম পুনর্বাসিত বাঙালীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখা।

বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরে একটি রেস্টুরেন্টে এ দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির রাঙামাটি সভাপতি মোহাম্মদ সোলায়মান।
এতে সোলায়মান অভিযোগ করেন জেলা পরিষদ এবং ইউএনডিপির অধীনে সকল নিয়োগের ক্ষেত্রে বৈষম্য করা হয়।
বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দেশের ফ্যাসীবাদ সরকারকে পতন করা হলেও পার্বত্য চট্টগ্রামে বৈষম্য বিরাজমান রয়েছে। তাই চলমান স্বাস্থ্য বিভাগের নিয়োগ কার্যক্রম এভাবে চলতে থাকলে আবারও বৈষম্য তৈরি হবে। তাই এ নিয়োগ কার্যক্রম বাতিল করতে হবে। না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ সভাপতি আবু বকর, সহ সভাপতি এসএমজি আজম, পার্বত্য নাগরিকমহিলা পরিষদের সাধারণ সম্পাদক মোর্শেদা আক্তার, সদস্য মো হান্নান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments