রাঙামাটির বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর আয়োজনে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম ( সিসিএইচপি) এর প্রকল্প কার্যক্রম সমাপনী সভা এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র।
হিল ফ্লাওয়ার এর সহকারী প্রোগাম ম্যানেজার জেনিফার অজান্তা তনচংগ্যার সভাপতিত্বে সিসিএইচপির কমিউনিটি ফ্যাসিলিটেটর নাইম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন, হিল ফ্লাওয়ার এর সিনিয়র ম্যানেজমেন্ট এর সদস্য মিলন চাকমা, চন্দ্রঘোনা ক্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তঞ্চঙ্গা, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী এবং চিৎমরম ইউনিয়ন পরিষদের সদস্য ক্যাপ্রু চৌধুরী ।
এর আগে প্রকল্প বিষয়ে একটি পেপার উপস্থাপন করেন হিল ফ্লাওয়ার এর ফাইনান্স এন্ড এডমিন ম্যানেজার সনজিত তনচংগ্যা। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান এবং এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রকল্পের পক্ষ হতে দুই জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়।