রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে ফুলতলি গ্রামে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে আব্দুল হাকিম(২৬) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত হাকিম খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার মৃত বাহার আলীর ছেলে।
রবিবার ১২ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান রাইখালী ইউনিয়ন এর চেয়ারম্যান মংক্য মারমা। কে কারা কেন এই ঘটনা ঘটালো তিনি নিশ্চিত করতে পারেনি।
স্থানীয় সূত্র জানান রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে ১০ জনের অস্ত্রধারী একটা দল ফুলতলি গ্রামে এসে আব্দুল হাকিম কে লক্ষ্য করে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় সূত্র জানায় যে এলাকায় হত্যাকান্ড ঘটেছে সেখানে মগ পার্টির লোকজনের আনাগোনা থাকে। তাদের সাথে উঠাবসা করত নিহত আব্দুল হাকিম। ধারণা করা হচ্ছে প্রতিপক্ষ এ হামলা ঘটিয়েছে।
চন্দ্রঘোনা থানার ওসি ( তদন্ত) ইমরুল হাসান জানান, আমরা ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যাই। কিন্ত স্থানীয়রা পুলিশ কে কোন তথ্য দিচ্ছে না। লাশের সন্ধানও পাই নাই। কে বা কারা কেন এই ঘটনা ঘটালো তা জানতে পারছি না।