শুক্রবার, জুন ১৩, ২০২৫
মূলপাতাঅর্থনীতিপানি বৃদ্ধিতে উৎপাদন বেড়েছে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রে

পানি বৃদ্ধিতে উৎপাদন বেড়েছে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রে

চলতি সপ্তাহ জুড়ে টানা বৃষ্টি হওয়ায় রাঙামাটিতে অবস্থিত কাপ্তাই হ্রদে দিন দিন পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে পানির উপর নির্ভরশীল কাপ্তাই উপজেলায় অবস্থিত  দেশের একমাত্র জল বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই কর্ণফুলী জল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।

সোমবার (২ জুন)  সকাল ১০ টায় যোগাযোগ করা হলে কাপ্তাই কর্ণফুলী জল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান,  আজ( সোমবার)  সকাল ৯ টা পর্যন্ত অত্র কেন্দ্রের  ৫ টি ইউনিট এর মধ্যে  ৪ টি ইউনিট হতে ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। তৎমধ্যে নং ১ ইউনিট হতে  ৪০মেগাওয়াট, ২ নং ইউনিট হতে ৪০ মেগাওয়াট, ৪ নং মেগাওয়াট হতে ৪০ মেগাওয়াট এবং ৫ নং মেগাওয়াট হতে ৩৫ মেগাওয়াট সহ সর্বমোট ১৫৫ মেগাওয়াট  বিদ্যুৎ উৎপাদন হয়েছে। ৩ নং ইউনিট বন্ধ রয়েছে।  তিনি আরোও জানান এতদিন কাপ্তাই লেকে পানি স্বল্পতায় কেন্দ্রের ৫ টি ইউনিট হতে শুধুমাত্র ১ টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ  উৎপাদন করা হলেও গত  শনিবার(৩১মে)  ২  টি ইউনিট এবং  গতকাল রবিবার (১ জুন)  ৪ টি ইউনিট চালু করা হয়েছে।  হ্রদে পানি বেড়ে গেলে আমরা বাকি ১ টি ইউনিটও  চালু করতে পারবো।

এদিকে জল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমের সাথে সোমবার(২ জুন)  সকালে যোগাযোগ করা হলে এখানকার দায়িত্বরত প্রকৌশলীরা জানান, আজ সকাল ৯ টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির স্থর ছিল  ৮৬.৬৭ ফুট মীনস সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী হ্রদে পানি থাকার কথা ৭৬.২৬ ফুট মীনস সি লেভেল। কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৮ ফুট মীনস সি লেভেল। বৃষ্টি যেভাবে পড়ছে পানির লেভেল মুহূর্তে মুহূর্তে বেড়ে যাবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments