রাঙামাটির কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে মৎস্যজীবি পরিবারকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কাপ্তাই উপজেলার ৬ শত ৭৫ জন মৎস্যজীবির মাঝে ভিজিএফ (চাল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চত্বরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নেলী রুদ্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, স্থানীয় ইউপি মেম্বারগণ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান এর সভাপতিত্বে বিতরণ কার্যক্রমে ৬ শত ৭৫ জন মৎস্যজীবি পরিবারের মাঝে জুলাই ২০২৫ মাসের বাবদ প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।
সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হতে জুলাই-২০২৫ মাসের জন্য সর্বমোট ১৩.৫ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে বলে জানা যায়।