রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার বলেছেন, পাহাড়ে চিকিৎসা ব্যবস্থা খুবই নাজুক। রাঙামাটিসহ তিন পার্বত্য জেলার মানুষ সঠিক চিকিৎসাসেবা পান না। এর মূল কারণ জেলা সদরসহ কোথাও প্রাইভেট হাসপাতাল নেই। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে লোকবল ও যন্ত্রপাতির সংকট। চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলাসহ বহুবিধ এবং যোগাযোগ দুর্গমতা। এসব কারণে রাঙামাটিসহ পাহাড়ের মানুষ সঠিক চিকিৎসাসেবা থেকে আজও বঞ্চিত। এ পরিস্থিতিতে পাহাড়ের মানুষের উপযুক্ত চিকিৎসাসেবা নিশ্চিতে রাঙামাটিতে নতুন স্থাপিত পপুলার হাসপাতালের সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি।
শুক্রবার বিকাল ৫টায় শহরের উত্তর কালীন্দিপুরের বিজন সরণিতে স্থাপিত ‘রাঙামাটি পপুলার ডায়াগনোস্টিক অ্যান্ড হাসপাতাল’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন। এর আগে বেলুন উড়িয়ে হাসপাতালটির উদ্বোধনী ঘোষণা করেন তিনি। পরে হাসপাতালটির চেয়ারম্যান ডা. বিজন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল কীর্তি রঞ্জন চাকমা ও রাঙামাটি জেলার সাবেক সিভিল সার্জন ডা. উদয় শংকর দেওয়ান। এতে স্বাগত বক্তব্য দেন রাঙামাটি পপুলার ডায়াগনোস্টিক অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. এমরান হোসাইন। এছড়া চট্টগ্রামের চৌধুরীহাট পপুলার ডায়াগনোস্টিক সেন্টারের নির্বাহী পরিচালক ডা. রাজীব মজুমদার ও রাঙামাটি মেডিকেল কলেজের প্রভাষক ডা. পম্পী চাকমা এতে বক্তব্য দেন। পরে কেক কেটে হাসপাতালটির শুভ সূচনা করেন অতিথিরা।
রাঙামাটিতে প্রাইভেট হাসপাতাল উদ্বোধন
RELATED ARTICLES