রাঙামাটির কাপ্তাইয়ে এমএ – এআই মিষ্ট্রাল কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট এর পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। এমএ- এআই কোম্পানি ঢাকার আয়োজনে শুক্রবার (৩০ মে) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলার রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে এই পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
এতে ৩০ জন সদস্য অংশ নেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান উ সুয়ে সুয়ে চৌধুরী। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইন্সটিটিউট এর সুগারকেন সম্প্রসারণ কর্মকর্তা সুজন দে এর সভাপতিত্বে টিম লিডার মং বাথুই মারমার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডা: মংসা থোয়াই চৌধুরী পাভেল, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং কোম্পানির ভি ৩ ম্যানেজার ওয়াজেদ আলী। মূলত ২০২৩ সালে ফ্রান্স হতে মিষ্ট্রাল এ আই প্রতিষ্ঠা লাভ করে।
এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ফিনান্সিয়াল ট্র্রেডিং নিয়ে কাজ করছে। এটি এমআই জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার করে সিন্থেটিক ডাটা দিয়ে বড় আকারের এআই কোয়ানটিটেটিভ ট্রেডিং পরীক্ষা পরিচালনা করে, যা বাজারের বিভিন্ন পরিস্থিতিতে স্থিতিশীলতা ও অভিযোজন ক্ষমতা নিশ্চিত করে৷ ফলে এমএ বিশ্বব্যাপী ফিনান্সিয়াল মার্কেটে অসাধারণ সাফল্য অর্জন করেছে। ২০২৪ সালে বাংলাদেশে এর কার্যক্রম শুরু হয়।