ঝড়ো হাওয়ায় রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকার চৌধুরীছড়া নীচের বাজারের উপরে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি গার্ড শচীন্দ্র মল্লিক এর বাসার উপরে গাছ পড়ে দেয়াল ও টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ৮ টায় এই ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সহকারী পরিচালক ( নিরাপত্তা) সাখাওয়াত কবির।
অপরদিকে উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ডের হেডম্যান পাড়া এলাকার গীতা রানী দাশের সরকারের দেওয়া বসতবাড়ি গাছ পড়ে ভেঙে গেছে। গত বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে বলে জানান চিৎমরম মৌজার হেডম্যান ও জেলা পরিষদ সদস্য ক্যওসিমং।
এ ঘটনায় কেউ আহত হন নাই বলে জেলা পরিষদ সদস্য জানান। এদিকে গত কয়েকদিনের বৃষ্টিতে কাপ্তাইয়ের পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে আসার জন্য কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন অনুরোধ জানিয়েছেন।