রাঙামাটির লংগদু- নানিয়ারচর সংযোগ সড়কের দাবীতে মানববন্ধন করেছে লংগদুর পাহাড়ি বাঙালি সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার সকালে লংগদু তিন টিলা উপজেলা সদরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্প্রতি নানিয়াচর লংগদু সড়ক নির্মাণের প্রস্তাব করা হলে আঞ্চলিক দল ইউপিডিএফ কর্তৃক বাঁধা প্রদানের অভিযোগ তুলে মানববন্ধনকারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন নানিয়ারচর উপজেলার কিছু অংশে সড়ক উন্নয়ন হলেও লংগদু উপজেলার সাথে সংযোগ সড়কটির উন্নয়ন কাজ বার বার বাঁধার মুখে মুখ থুবড়ে পড়ছে। অথচ নানিয়ারচর সাথে রাস্তাটি নির্মিত হলে খুব সহজে লংগদু হয়ে বাঘাইছড়ি সাজেক পৌঁছাবে সাধারণ মানুষ। রাস্তাটির কাজ অনেকদুর এগিয়ে গেলেও অদৃশ্য কারণে রাস্তটির কাজ থমকে গেছে। লংগদু বাঘাইছড়িবাসী তাদের যাতায়াত সহজ করতে সংযোগ সড়কটি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে মাত্র ২৪ কিলোমিটার সড়কের কাজ সম্পন্ন করার দাবি জানানো হয়।
বক্তারা আরো বলেন, পাহাড়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অদৃশ্য শক্তি বাধা হয়ে দাড়ায়। কিছুদিন আগেও চাঁদার টাকার জন্য মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন ছিল। নানিয়ারচর-লংগদু-লংগদু তিন উপজেলার স্বপ্নের সড়ক নানিয়ারচর- লংগদু ২৪ কিলোমিটারের কাজটি থমকে আছে। সড়ক নির্মানের কাজটি দ্রুত এগিয়ে নিতে আমরা কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। সড়ক নির্মানের কাজ দৃশ্যমান না হলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো। প্রয়োজনে দ্রুত সময়ে সেনাবাহিনীর মাধ্যমে জেলা শহরের সাথে মাত্র ২৪ কিলোমিটার সড়ক তৈরী করে তিন উপজেলাকে উন্নয়নের মহাসড়কে সংযুক্ত করে মানুষের কষ্ট লাগব করতে হবে।
লংগদু প্রেস ক্লাবের সভাপতি এ বি এস মামুনের সভাপতিত্বে ও সেলিম উদ্দিনের সঞ্চালনায় মানব বন্দনে বক্তব্য রাখেন লংগদু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপি সেক্রেটারী আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা নাছির উদ্দীনসহ বিভিন্ন শ্রেণীর পেশার নেতৃবৃন্দ।