অস্ট্রেলিয়ার অ্যাওর্য়াডসের আদিবাসী পরিবেশ ব্যবস্থাপনা স্বল্পমেয়াদী কোর্স থেকে অর্জেত গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো সাংবাদিক ও আস্থা সিভিক প্লাটফর্মের সাথে এক আলোচনা সভার মাধ্যমে মতবিনিময় সভা করা হয়েছে।
আলোচনায় বিপ্লব চাকমা কোর্স থেকে পাওয়া আদিবাসী জ্ঞান, পরিবেশ সংরক্ষণ, এবং সমাজ-নেতৃত্বাধীন উদ্যোগ সম্পর্কিত অভিজ্ঞতা বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি ব্যখ্যা করেন কিভাবে অস্ট্রেলিয়ায় আদিবাসী সম্প্রদায়ের টেকসই ভূমি ব্যবস্থাপনার চর্চাগুলো আধুনিক সংরক্ষণ প্রচেষ্টার সাথে মিলে যায় এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে ব্যবহার করা যেতে পারে।
GEDSI (Gender Equality, Disability, and Social Inclusion) সেশনের অর্ন্তভুক্তিমুল গুরুত্ব এবং সংরক্ষণে আদিবাসী গল্প বলার ভূমিকা বিশেষভাবে আলোচনায় উঠে আসে।
এছাড়াও বিভিন্ন প্রকল্প উপকারভোগীদের সাথে এ শিক্ষাগুলো শেয়ার করা হয় যেখানে স্থানীয় টেকসই উদ্যোগ পরিবেশ ব্যবস্থাপনা এবং সমাজ ভিত্তিক সংরক্ষণ প্রচষ্টোর বাস্তব প্রয়োগের উপর গুরুত্ব দেয়া হয়।
এই মত বিনিময় সভার মাধ্যমে স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণ এবং অন্তর্ভুক্তিমুলক উন্নয়নের বিষয়ে সচেতনতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে বিপ্লব চাকমা বলেন, এ শিক্ষাগুলো কেবল আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করেনি বরং আমাদের নিজস্ব উদ্যোগগুলোকে আরো কার্যকরভাবে পরিচালনার জন্য দিক নির্দেশনা দিয়েছে।