বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রাঙামাটির কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে সংগঠনের ৪৬ তম বার্ষিকী ও মহান মে দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহম্মদ ফয়েজ উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগের সভাপতি এ, এম নাজিম উদ্দিন।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদল সাধারন সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, চট্টগ্রাম মহিলা শ্রমিক দলের সভানেত্রী শাহ নেওয়াজ চৌধুরী, রাঙামাটি জেলা বিএনপি সহ সভাপতি সাইফুল ইসলাম ভুট্টু, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, জেলা শ্রমিকদলের সভাপতি মোঃ মমতাজ মিয়া, সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম (কবির) প্রমূখ।
এ সময় কাপ্তাই কাপ্তাই উপজেলা থেকে আগত শ্রমিকদল এবং বিএনপি,ছাত্র দল,যুবদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । এ সময় বক্তারা মহান মে দিবসের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।