শুক্রবার, জুন ১৩, ২০২৫
মূলপাতাঅপরাধকাপ্তাইয়ে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার 

কাপ্তাইয়ে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার 

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ২ বছরের সিআর সাজা পরোয়ানাভূক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামির নাম ক্যাপ্রু মারমা। তিনি কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের শিলছড়ি ভেলাপ্পা পাড়ার আদা মারমার ছেলে বলে জানান কাপ্তাই থানার ওসি মো মাসুদ।

ওসি আরোও জানান সোমবার ( ১২ মে)  কাপ্তাই থানার   এএসআই মো: আফজাল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করে  শিলছড়ি ভেলাপ্পা পাড়া  এলাকা হতে  বন(সি.আর) মামলা নং-১৬/১৮(দ:), ধারা-বন আইনের ২৬(১ক), প্রসেস নং-১৪৫/২৫, তারিখ-১২/০৩/২০২৫, ০২(দুই) বছরের সাজা ও ৫,০০০ টাকা অর্থদন্ড প্রাপ্ত অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী ক্যাপ্রু মারমাকে গ্রেফতার করে।

পুলিশ জানান আটককৃত আসামিকে মঙ্গলবার  (১৩ মে) সকালে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments