বিশ্ব নার্স দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এবং হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে বর্ণাঢ়্য র্যালি অনুষ্ঠিত হয়।
সোমবার ( ১২ মে) সকাল সাড়ে ৯ টায় হাসপাতাল চত্বর হতে শুরু হয়ে র্যালিটি চন্দ্রঘোনা দোভাষী বাজার, লিচুবাগান এবং কুষ্ঠ হাসপাতাল আবাসিক এলাকা পরিদর্শন করে আবারও হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। র্যালিতে বাদ্য যন্ত্র এবং বাশিঁ বাজিয়ে প্ল্যাকেট হাতে নিয়ে হাসপাতালে চিকিৎসক, সিনিয়র নার্স, নার্সিং ইনস্টিটিউটের স্টুডেন্ট এবং বিভিন্ন বিভাগে কর্মরত স্টাফরা অংশ নেন। এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই র্যালির উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং। এসময় হাসপাতালের ক্লিনিক্যাল চীফ ডা: বিলিয়ম এ সাংমা, নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ লাল রুন মই বম উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং বলেন, নাসিং একটি মহৎ পেশা, তাই নার্সদের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। প্রসঙ্গত: এই বছর বিশ্ব নার্স দিবসের প্রতিপাদ্য হলো ” আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, নার্সিং পেশার উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি “।