বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটির কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ পক্ষ উপলক্ষে কাপ্তাইয়ের জেটিঘাট বাজারে আগত জনসাধারণের মাঝে সুপেয় শরবত বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ৯ টার দিকে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা জামায়াতে ইসলামীর শু’রা ও কর্ম পরিষদ সদস্য আবু তানভির।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলার সহকারী সেক্রেটারি নূর জামালের উপস্থাপনায় এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কাপ্তাই উপজেলার আমীর মো: হারুনুর রশিদ এর সভাপতিত্বে উক্ত গণসংযোগ পক্ষের কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কাপ্তাইয়ের সেক্রেটারি শাহজাহান, পারভেজ আলম, জামায়াত নেতা মাহবুবুর রহমান, শিবির সভাপতি ইসরাফিল সৈকত প্রমূখ। এ সময় নেতৃবৃন্দ বলেন, জামায়াত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। জনকল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়নে জামায়াত সবসময় এগিয়ে থাকে। পার্বত্য এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জামায়াতের এ জাতীয় কর্মসূচি অব্যাহত থাকবে। উক্ত শরবত বিতরণে সহযোগিতা করেন জামায়াত নেতা হুমায়ুন কবির টিপু।