রবিবার, এপ্রিল ২০, ২০২৫
মূলপাতাঅপরাধকাপ্তাইয়ে মাদক বিরোধী সেমিনার

কাপ্তাইয়ে মাদক বিরোধী সেমিনার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের আয়োজনে  বুধবার( ১৬ এপ্রিল)  বেলা ১২ টায় চন্দ্রঘোনা খ্রীস্টান হাসপাতালের সামাজিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে তারুণ্যের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং  ইন্সটিটিউটের শিক্ষার্থী এবং হাসপাতালের মেডিকেল অফিসার এবং কর্মকর্তারা  অংশ নেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন।
এসময় তিনি বলেন, সমাজের মাদকের আগ্রাসন ভয়াবহতা রূপ পেয়েছে। যার ফলে পরিবার, সমাজ এবং দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের এই কুফল হতে মুক্ত হতে হলে আমাদেরকে সচেতন হতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে এই বিষয়ে আরোও সচেতন হতে হবে।

হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এর সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের ইনস্পেক্টর মো: মনিরুজ্জামান এর সঞ্চালনায় এসময় সেমিনারে  মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ( এডি) এম সাইফুল ইসলাম।

মুল প্রবন্ধে তিনি বলেন, অবৈধ মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তৎপর রয়েছে। এছাড়া মাদকবিরোধী সামাজিক আন্দোলন ও সচেতনতা তৈরীতে সমাজের সকলস্তরের মানুষের, বিশেষ করে তরুণদের ভূমিকার উপর তিনি গুরুত্বারোপ করেন।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের ক্লিনিক্যাল চীফ ডা: বিলিয়ন এ সাংমা এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments