বুধবার, এপ্রিল ১৬, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিবর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বর্ষবরণ

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বর্ষবরণ

আনন্দ শোভাযাত্রা,  মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পান্তা ভাতের আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলা নববর্ষ বরণ ১৪৩২।

এই উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল)  সকাল ৯ টায় কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর হতে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন এর নেতৃত্বে সর্বস্থরের জনগণ,  সরকারি বিভিন্ন দপ্তর,  রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের অংশ গ্রহনে একটি বর্নাঢ়্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি বাজার প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি উপজেলা সদর শিশু পার্কে এসে শেষ হয়।

শোভাযাত্রায়  বাদ্য যন্ত্র সহকারে  ঐরাবত,  পালকি, কুলা, সহ বর্ণিল সাজে সজ্জিত হয়ে ৩ শতাধিক নারী পুরুষ অংশ নেন। এসময়  গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা হয়।

শোভাযাত্রায় এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী, কাপ্তাই থানার ওসি মো: মাসুদ,   রাংগামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ রহমত উল্লাহ ও যুগ্ম সম্পাদক মোঃ দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপি’র সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন,  চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং,  কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত  সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত,  রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণী পেশা মানুষ অংশ নেন।

পরে সকাল সাড়ে ৯ টায় কাপ্তাই উপজেলা শিশু পার্ক চত্বরে গ্রামীণ ঐতিহ্যে তৈরী দৃষ্টি নন্দন মঞ্চে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং যুগ্ম সম্পাদক আনিছুর রহমান এর পরিকল্পনার বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় এসময় উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা নাচে গানে অনুষ্ঠানকে মাতিয়ে তোলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments