রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এবং রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রাইখালী ফেরিঘাট জামে মসজিদের খতিব কারী রহিমউল্লাহ, রাইখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ ইমরান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ ডালিম, ২নং রাইখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: দেলোয়ার হোসেন যুবদল নেতা মোঃমাহাবুব আলম, কাপ্তাই উপজেলা ছাত্র দল নেতা মোঃ আবদুল শুকুর
এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাঙ্গুনিয়া উপজেলাধীন সন্দীপ পাড়া থেকে শুরু হয় এবং কাপ্তাই উপজেলাধীন রাইখালী ফেরীঘাটে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ করার ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবী জানানো হয়।