ঈদ উল-ফিতর উপলক্ষে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) ফারুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চাউল বিতরণ করা হয়। এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা নিজে উপস্থিত থেকে এই চাউল বিতরণ করেন । বিতরণকালে আরও উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক এর উপজেলা ব্যবস্থাপক ও ট্যাগ অফিসার নিত্যলাল তঞ্চঙ্গ্যা। এছাড়াও মহিলা মেম্বার চোখপুরী তঞ্চঙ্গ্যা, ওয়ার্ড মেম্বার উজ্জ্বল তঞ্চঙ্গ্যা,আনন্দ তঞ্চঙ্গ্যা,শান্তি কুমার,যতীন তঞ্চঙ্গ্যা,সুবানন্দ তঞ্চঙ্গ্যা,সিদ্ধার্থ চাকমা,মালসম পাংখোয়া, উপস্থিত ছিলেন। প্রতি পরিবারে ১০ কেজি করে ১,৯৮৫ পরিবারের মাঝে মোট ১৯.৮৫০ মেট্রিক টন চাউল দেয়া হবে।