শনিবার, আগস্ট ১৬, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামখাগড়াছড়িআদিবাসী নারী ও কন্যাশিশুর মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করার দাবী

আদিবাসী নারী ও কন্যাশিশুর মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করার দাবী

বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক, বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ যুব ফোরাম, কাপেং ফাউন্ডেশন ও হিল উইমেন্স ফেডারেশন যৌথভাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকায় উইমেন্স ভলান্টিয়ারী এসোসিয়েশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাপেং ফাউন্ডেশনের ব্যবস্থাপক ও ক্রীড়া শিক্ষা বিষয়ক সম্পাদক উজ্জল আজিম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য লুনা নূও, বাংলাদেশ নারী প্রগতি সংঘের শাহনাজ সুমি, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নৃ বিজ্ঞানের শিক্ষক ড.স্নিগ্ধা রেজোয়ানা, বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, কবি ও সাংবাদিক সোহরাব হোসেন ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ও জাতীয় নারী সংস্কার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সদস্য সুলেখা ম্রং ।
বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সদস্য অনন্যা দ্রং এর সঞ্চালনায় ও সুলেখা ম্রংয়ের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন হিল উইমেন ফেডারেশনের ঢাকা মহানাগরের সদস্য কলি চাকমা । তিনি বলেন বাংলাদেশের আদিবাসী নারীরা আজও সকল ক্ষেত্রে শোষণ ,বঞ্ছনা ও বৈষম্যর শিকার হচ্ছে। তিনি আদিবাসী নারী সহ সমগ্র নারীদের সংগ্রামের ইতিহাস ও ৮ মার্চ বিশ্ব নারী দিবসের প্রেক্ষাপট তুলে ধরেন।
বিশেষ অতিথি কবি ও সাংবাদিক সোহরাব হাসান বলেন, জুলাই অভ্যুথানের ইতিহাস তুলে ধরে বলেন ,আমরা ভেবেছিলাম বৈষম্যহীন বাংলাদেশ গড়ার উদ্যশ্য নিয়ে যে আন্দোলন হয়েছিল ,অথচ আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারিনি। বরং জুলাই অভ্যুত্থানের পর থেকে আদিবাসীদের উপর আরও বৈষম্য,শোষণ ,নিপীড়ন বেড়েছে । তিনি আরও বলেন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য কেবল নারীদের আন্দোলন নয় ,নারীদের পাশাপাশি পুরুষদেরও জোরালো ভুমিকা পালন করতে হবে।
তিনি এনসিটিবি কর্তৃক আদিবাসী সংবলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদ মিছিলে আদিবাসী শিক্ষার্থীদের উপর আক্রমনের ঘটনার প্রসঙ্গ তুলে ধরে বলেন দেশে আদিবাসীরা আজও কোথাও নিরাপদ নয়। তারা প্রতিনিয়ত নিরাপত্তার হুমকির মধ্য রয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম বলেন,আমরা এমন একটা সময়ে নারী দিবস পালন করছি যে, দেশের ক্রান্তিলগ্নে আজ সারা দেশে নারীদের উপর সহিংসতা তীব্র আকার ধারন করেছে। শিশু থেকে বৃদ্ধা মহিলা কেউই রেহাই পাচ্ছেনা। নিউজ দেখলে প্রতিনয়ত ধর্ষণের সংবাদ দেখতে পায়। অথচ, বাংলাদেশের সকল ¶েত্রে নারীদের অবদান ব্যাপক থাকলেও নানা ক্ষেত্রে বৈষম্যর শিকার হতে হয়।

বিশেষ অতিথি বাংলাদেশ নারী প্রগতি সংঘের পরিচালক শাহনাজ সুমি বলেন, নারী কিভাবে চলবে, কি পড়বে ,কোথায় যাবে সকল কিছু ঠিক করে দিচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যাবস্থা। আজকে নারীদের উপর ধর্ষণ ,নিপীড়ন, বাল্য বিবাহ এখনও চলমান রয়েছে। আদিবাসী নারীদের উপর সহিংসতা ঘটনা মারাত্মক আকার ধারণ করেছে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী নারীদের উপর প্রতিনিয়ত সহিংসতা হচ্ছে বলে অভিযোগ করেন।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক ফাল্গুনী ত্রিপুরা। তিনি তার মূল প্রবন্ধে ১২ টি সুপারিশমালা উপস্থাপন করেন
১। আদিবাসী নারীর সকল মানবাধিকার নিশ্চিত করতে হবে
২। আদিবাসী নারী ও শিশুর উপর সহিংসতা বন্ধে দ্র“ত ও কার্যকর হস্তক্ষেপ ব্যবস্থা গ্রহন ও নিরাপত্তা জোরদার করা।
৩। আদিবাসী নারী ও শিশুর উপর সহিংসতার সাথে জড়িত ব্যাক্তিদের দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান করা
৪।সহিংসতার শিকার আদিবাসী ও শিশুদের উপর উপযুক্ত ক্ষতিপুরণ ,চিকিৎসা ও আইনি সহায়তা প্রদান করা।
৫। নারী উন্নয়নের নিতিমালা আদিবাসী নারীদের জন্য আলাদা একটা অধ্যায় রাখা এবং সকল ধরনের নিতিমালা গ্রহনের পূর্বে আদিবাসী নারী নেতৃবৃন্দের পরামর্শ গ্রহন করা।
৬। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করা এবং সময় সুচি ভিত্তিক রোডম্যাপ ঘোষণা করা
৭। আদিবাসী নারীদের জন্য শিক্ষা স্বাস্থ্য সেবা নিশ্চিত করা
৮। ভুমি ও সম্পত্তির উপর আদিবাসী নারীদের অধিকার নিশ্চিত করা এবং বন, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে আদিবাসী নারীদের ভূমিকা স্বীকার  করা

৯ আদিবাসী মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু কমানোর জন্য বিশেষ ব্যাবস্থা গ্রহন করা

১০। শিক্ষা কর্ম সংস্থান থেকে শুরু করে সকল ক্ষেত্রে আদিবাসী নারীদের জন্য কোটা নিশ্চিত করা এবং বিধবা ও বয়স্ক ভাতা নিশ্চিত করা।
১১। জাতীয় সংসদে অঞ্চল ভিত্তিক এবং স্থানীয় সরকার ব্যাবস্থ্যা আদিবাসী নারী প্রতিনিধি নিশ্চিত করা।
১২। সমতলে আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠন করা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments