রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।
তারই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে বৃহত্তর চৌমুহনী ও উপজেলা সদর মার্কেটে মনিটরিং করে উপজেলা প্রশাসন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বাজারের বিভিন্ন দোকান ঘুরে মূল্য তালিকা যাচাই-বাছাই করেন।
এসময় বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির, বাজার পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন বাবু ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বাজার মনিটরিং করার সময় বেশকিছু দোকান মালিককে সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার।