রাঙামাটির কাপ্তাই কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃএর বার্ষিক সভা ও ইফতার মাহফিল বৃহস্পতিবার বিকালে সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মো.মুছার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো.ফজলুল হক এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা সমবায় কর্মকর্তা মৌসুমী ভট্টাচার্য।
প্রধান বক্তব্য ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি ও কাঠ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি লোকমান আহমেদ।
বক্তব্য রাখেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন সিকদার,কোষাধ্যক্ষ নুর কবির ও সমিতির সদস্য তরিক উল্লাহসহ প্রমুখ।
সভায় ২০২২-২৩ ও ২০২৩-২৪সনের বার্ষিক সাধারণ সভা,২০২৪-২৫ সনের বাজেট পর্যালোচনা, সভাপতি নির্বাচন, বার্ষিক হিসাব,কার্যক্রমের উপর পর্যালোচনা, হিসাব ও নতুন সদস্য ভর্তি বিষয়ে আলোচনা করা হয়। দোয়া মাহফিলে মুনাজাত করেন মাওলানা মুহাম্মদ ছিদ্দিক আহম্মদ। এসময় সমিতির সদস্য ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।