আর্ন্তজাতিক শ্রম সংস্থার (ILO) অধীনে বাস্তবায়নাধীন প্রোগ্রেস প্রকল্প এর সহযোগীতায় এবং ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল (ISISC), ঢাকা এর আয়োজনে ৫ দিনব্যাপী (২৩-২৭ ফ্রেব্রুযারী) ToT on Community Based Training for Rural Economic Empowerment (CB-TREE) প্রশিক্ষণ শুরু হয়েছে।
রবিবার সকালে রাঙামাটি শহরের হোটেল জুম প্যালেস কনফারেন্স কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করা হয় । এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ISISC এর সদস্য ও আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা ।
ISISC এর চেয়ারম্যান জনাব মির্জা নূরুল গণি শোভন এর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ISISC এর প্রধান নির্বাহী অফিসার আব্দুল আজিজ মুনসী ।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা আইএলও কার্যালয় হতে অনলাইনে যুক্ত হন প্রোগ্রাম অফিসার এ.এন.এম তানজেল আহসান ও টেকনিক্যাল অফিসার জনাব নবীন কর্ন । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ILO, Dhaka এর ProGRESS প্রকল্পের কনসালটেন্ট সেলিনা চেীধুরী এবং মোহাম্মদ নুরুজ্জামান এবং ISISC এর কর্মকর্তা সিরাজুল ইসলাম । প্রশিক্ষনে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের ১০টি স্থানীয় উন্নয়ন সংস্থা এবং ঢাকার ১টি NGO থেকে মোট ১৮ জন উন্নয়নকমী অংশগ্রহন করেন। অংশগ্রহণকারী এনজিওগুলো হচ্ছে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস, টংগ্যা, গ্রীন হিল, আশ্রয় অঙ্গন সোসাইটি, জাবারাং কল্যান সমিতি, কেএমকেএস, আলো, তৃনমুল উন্নয়ন সংস্থা, কারিতাস বাংলাদেশ, তাজিংডং, গ্রীন মিলেউ ইয়ুথ অর্গানাইজেশন, আইপিডিএস । ভবিষ্যতে এই প্রশিক্ষনটি মাঠ পর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে গ্রামীন অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সক্ষমতা বৃদ্ধি ও নারী পুরুষের সমান সুযোগ সৃষ্টিতে বিরাট ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন এবং এ ধরনের সহযোগিতা ও উদ্যোগের জন্য আর্ন্তজাতিক শ্রম সংস্থাকে ধন্যবাদ জানান । অনুষ্ঠানটি পরিচালনা করেন ISISC এর প্রধান নির্বাহী অফিসার আব্দুল আজিজ মুনসী ।