বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাঅপরাধসাজেকে সেনা অভিযানে চকলেট জব্দ

সাজেকে সেনা অভিযানে চকলেট জব্দ

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর কিয়াংঘাট নামক এলাকা থেকে ভারতীয় চকলেট জব্দ করেছে বাঘাইহাট সেনা জোনের সদস্যরা।

রবিবার সেনা অভিযানে ১২০ প্যাকেট অবৈধ ভারতীয় কিডো (পিনাট) চকলেট জব্দ করা হয়।
বাঘাইহাট জোন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কয়েকজন স্থানীয় পাহাড়ী যুবক সাজেকের উদয়পুর সীমান্ত হতে ভারতীয় চকলেট নিয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে পাচার করছে,
এই তথ্যের ভিত্তিতে বাঘাইহাট জোনের আওতাধীন কিয়াংঘাট এলাকায় ওয়াঃ অফিঃ মির্জা মাহবুব এর নের্তৃত্বে অভিযান পরিচালনা করলে অবৈধ পাচারকারী চক্র ২ বস্তা(১২০ প্যাকেট) চকলেট পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়,পরবর্তীতে সেগুলি জব্দ করা হয়।
যার আনুমানিক বাজার মুল্যে ৫০ হাজার টাকা।
বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ খায়রুল আমিন (পিএসসি) মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments