রাঙামাটির বিলাইছড়িতে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙ্গীনায় পারিবারিক পুষ্টি বাগান (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী প্রশিক্ষণ ও মাঠ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিলাইছড়ি এর আয়োজনে, উপজেলা কনফারেন্স হলে প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিভাগের উপ-পরিচালক মনিরুজ্জামান খান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহনাজ পারভীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্ত, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলী,উপ-সহকারী কৃষি অফিসার বিভূতিভূষণ চাকমা, রুবেল বড়ুয়া,অনুময় চাকমা, রনেক্স চৌধুরী প্রমূখ।