বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিছাত্র শিবিরের র‌্যালী সমাবেশ

ছাত্র শিবিরের র‌্যালী সমাবেশ

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম জন্ম দিন উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী ও সমাবেশ করেছে। র‌্যালী ও সমাবেশে জেলা জামায়াতের নেতারা অংশ নেন। ছাত্র শিবিরের ৪৮ তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি রাঙামাটি চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে বনরূপা চৌমুহনীতে এসে সমাবেশ করে।

জেলা ছাত্র শিবিরের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত নেতা এ হারুনর রশীদ, জামাত নেতা রবিউল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের দমন পীড়নের কারণে এতদিন রাঙামাটিতে জামায়াত ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ ছিল। হাসিনার অপশাসনের বিরুদ্ধে ছাত্র সমাজ জেগে উঠেছে। এ ফ্যাসিস্ট হাসিনা আর যেন ক্ষমতা দখল করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান বক্তারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments