বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
মূলপাতাক্ষুদ্র জাতি গোষ্ঠীঢাকায় আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

ঢাকায় আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

ঢাকায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার এনসিটিবি ভবনে ঘেরাও কর্মসূচিতে ষ্টুডেন্ট ফর সভারেন্টি নামে উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী বাদী কর্তৃক সন্ত্রাসী হামলা প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবীতে বৃহস্পতিবার রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা রাঙামাটির ব্যানারে জিমনেসিয়াম এলাকার রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন শিক্ষার্থী উজাই মারমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি শান্তিদেবী তঞ্চঙ্গা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোমেন চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক সৌমিত্র চাকমা, সবুজ তঞ্চঙ্গাসহ অন্যরা।
এসময় জিমনেসিয়ামের পাশে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মধ্য সমাবেশ করায় সড়কের উভয় দিকে যানবাহন আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর ৫ দফা সম্বলিত দাবীর স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে একটি বিক্ষোভ-মিছিল জিনেমিয়াম চত্বর থেকে শুরু হয়ে জেলা পরিষদ কার্যালয় সামনে ঘুরে গিয়ে জিমনেসিয়াম এলাকার রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মধ্য সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা অবিলম্বে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার কর্মসূচিতে ষ্টুডেন্ট ফর সভারেন্টি নামে উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী বাদী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি, আহতদের সরকারীভাবে চিকিৎসা দেওয়া, পাঠ্যপুস্তক থেকে বাতিলকৃত জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি পুনর্বহালের দাবী জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচি দিয়ে পার্বত্য চট্টগ্রামকে অচলের হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।
প্রসঙ্গত নবম ও দশম শ্রেণীর পাঠ্য বই থেকে আদিবাসী শব্দ বাতিলের প্রতিবাদে বুধবার ঢাকায় কর্মসূচি পালনকালে আন্দোলকারীদের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এর প্রতিবাদে এ কর্মসূচি পালন করেছে আদিবাসীরা।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments