বৈষম্যবিরোধী আন্দোলনে লংগদু থেকে এক আহত ছাত্রের পুনর্বাসনে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৭ বিজিবি), রাজনগর জোন।
শনিবার সকালে অধিনায়ক, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত উত্তরখান ইউনিয়ন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ঢাকার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯ম শ্রেনীর ছাত্র মোঃ ওসমান হারুন (১৭) কে নগদ পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করেন।
এসময় স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গনমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। আহত শিক্ষার্থী গত বছর ৪ আগস্ট ঢাকার উত্তরা, রাজলক্ষী এলাকায় বুলেট লেগে তার বাম হাতের সোল্ডারে গুলিবিদ্ধ হয়। বর্তমানে সে অসুস্থ অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।