রাঙামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জামায়াত ইসলামী বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যােগে শীতার্ত শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে জামায়াতের বাঘাইছড়ি উপজেলা অস্থায়ী কার্যালয়ে এসব শীতবস্ত্র বিতরণ ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কাইয়ুম, পৌর সভাপতি কাজী মোঃ নেয়ামত উল্লাহ, উপজেলা প্রচার সম্পাদক সরদার মোঃ আব্দুর রহিম, মারিশ্যা ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মোঃ ওমর ফারুক সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।