রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
শনিবার সকালে সাজেক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পাইলংপাড়া, উদয়পুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার চাকমা পাড়া, কিংকরপাড়া টিওবি’র দায়িত্বপূর্ণ এলাকার কিংকরপাড়া এবং নতুনপাড়া টিওবি’র দায়িত্বপূর্ণ এলাকার নতুনপাড়ায় বিজিবি সদস্যরা এসব কম্বল বিতরণ করে।