খাগড়াছড়ির মহালছড়িতে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১ টায় মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। হেলথ ওয়াচ বাংলাদেশ এর সহযোগিতায় ও জাবারাং কল্যাণ সমিতি কর্তৃক বাস্তবায়নে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এ সভা আয়োজন করে।
মহালছড়ি সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানিক রঞ্জন খীসার সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ সভাপতি অংপ্রু মারমা। এ সময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদন্য শ্রীমতি গৌরী রানী ত্রিপুরা, প্রকল্প এসোসিয়েট বিদ্যুৎ জ্যেতি চাকমা, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মিল্টন চাকমাসহ স্থানীয় হেডম্যান, কার্বারী, ইউপি সদস্য ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।