বুধবার, নভেম্বর ১২, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিবাঘাইছড়িতে এমএন লারমার মৃত্যুবার্ষিকী পালিত

বাঘাইছড়িতে এমএন লারমার মৃত্যুবার্ষিকী পালিত

রাঙামাটি বাঘাইছড়িতে জুম্ম জাতির জাতীয় চেতনার অগ্রদূত মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস এবং আত্মনিয়ন্ত্রণাধিকার আদায়ের আন্দোলনে আত্মবলিদানকারী মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা-সহ সকল বীর শহিদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে।

‎সোমবার (১০ নভেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি,অঙ্গ ও সহযোগী সংগঠনের বাঘাইছড়ি শাখার আয়োজনে রুপাকারি স্কুল মাঠে নানা আয়োজনে পালিত হয়।

‎উক্ত অনুষ্ঠানে ১০ নভেম্বর উদযাপন কমিটির আহ্বায়ক ও রূপকারী মৌজা ২৭৭ নং হেডম্যান বিশ্বজিৎ চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির আদিবাসী শ্রমজীবি কল্যান সমিতি বিষয়ক সম্পাদক সোহাগ চাকমা।

‎এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেলা কমিটির সভাপতি বিমলেশ্বর চাকমা, সহ-সভাপতি সুরেশ কান্তি চাকমা, সাংগঠনিক সম্পাদক জ্ঞান সিন্ধু  চাকমা,রূপালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভ্রম কুমার চাকমা,সাবেক ছাত্রনেতা ভূবন কান্তি চাকমা,পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুদর্শন চাকমা, বঙ্গলতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উত্রায়ন চাকমা,মারিশ্যা ইউনিয়নের চেয়ারম্যান আপন চাকমা,পাবর্ত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানা কমিটি সহ-সভাপতি ও রুপকারী ইউপির চেয়ারম্যান জেসমিন চাকমা।

‎এছাড়াও আরও উপস্থিত ছিলেন- ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানা কমিটির সহ-সাধারণ সম্পাদক রুবেল চাকমা ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানা কমিটির সভাপতি নিউটন চাকমা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানার সহ-সভাপতি ও বাঘাইছড়ি ইউনিয়নের সদস্য বিনয় চাকামা।

‎অস্থায়ী শহীদ ভেদীতে পুষ্পমাল্য অর্পন শেষে শোক প্রস্তাব পাঠ করেন-জ্ঞান সিশু চাকমা, সাংগঠনিক সম্পাদক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঘাইছড়ি থানা কমিটি।

‎অনুষ্ঠানে বক্তারা এমএন লারমার রাজনৈতিক দর্শন, তার আন্দোলন, এবং পার্বত্য চট্টগ্রামে ন্যায়বিচার, অধিকার ও সমঅধিকারের জন্য তার অবদান তুলে ধরেন। তারা বলেন, তার আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।

‎দিনব্যাপী আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments