মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামখাগড়াছড়িখাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ স্মারকলিপি

খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ স্মারকলিপি

নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, এর উপর ভিত্তি করে গণভোট আয়োজন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করাসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি দিয়েছে খাগড়াছড়ি জেলা জামায়াত। কেন্দ্রীয় কমসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী খাগড়াছড়ি শাখা এ কর্মসূচির আয়োজন করে।

রোববার দুপুরে শহরের শাপলা চত্বরের মুক্ত মঞ্চ থেকে একটি বিক্ষোভ  মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাসান মারুফের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করে।

এসময় জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, খাগড়াছড়ি সংসদীয় আসনের এমপি প্রার্থী সুপ্রীম কোর্টের আইনজীবি এড. এয়াকুব আলী চৌধূরী, জেলা সেক্রেটারী মিনহাজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মান্নান, জামায়াতের সদর উপজেলা আমীর মো. ইলিয়াসসহ জেলা-উপজেলা নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments