জুরাছড়িতে “শান্তি শৃংখলা উন্নয়নে ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা ” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে যুব উন্নয়ন অধিদপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেল নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ-বিন-আখন্দ।
রাঙামাটি যুব উন্নয়নের উপ-পরিচালক মোহাং শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন । এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার এসআই শ্যামল আহমেদ, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টর মোরশেদ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদ রানা, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপপরিচালকমোহাং শাহজাহান বলেন,“দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুবক এবং এর অধিকাংশই বেকার। এই বেকার যুব সমাজকে স্বকর্মসাধন ও আত্মকর্মী হিসেবে গড়ে তোলাই যুব উন্নয়ন অধিদপ্তরের মূল লক্ষ্য। যুবদের উন্নয়নের মূল স্রোতধারায় যুক্ত করতে পারলে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, সমাজ হবে সমৃদ্ধ ও উন্নত।”
তিনটি উপস্থিত যুবকদের যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋন সহায়তা গ্রহন করে নিজেদের ভাগ্যপরির্তনের পাশাপাশি সমাজের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে আহ্বান জানান।