মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামখাগড়াছড়িরাঙামাটি সদর থেকে বিকেএসপি সরিয়ে নেয়ার প্রতিবাদে মানববন্ধন

রাঙামাটি সদর থেকে বিকেএসপি সরিয়ে নেয়ার প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) রাঙামাটি সদর উপজেলা থেকে অন্যত্র সরিয়ে নেয়ার প্রতিবাদ এবং রাঙামাটি সদর উপজেলায় করার দাবীতে রাঙামাটিতে মানববন্ধন করেছে ক্রিড়াবিদ রাজনৈতিকবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ।
মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, বিকেএসপি রাঙামাটিতে হচ্ছে এ খবরে রাঙামাটি জেলাবাসীর মনে আনন্দে সঞ্চার হলেও অজ্ঞাত কারণে হঠাৎ রাঙামাটিতে থেকে কাপ্তাই সরিয়ে নিতে সম্প্রতি জেলা প্রশাসককে দেয়া একটি চিঠি তাদের মনে কষ্ট দিয়েছে।
এটি তারা মানতে পারছেন না। এ সিদ্ধান্ত বাতিল করতে হবে। না হলে তারা আন্দোলন করবে। বক্তারা আরো বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে যে উদ্দেশ্য বিকেএসপি করার উদ্যোগ নিয়েছে একটি কুচক্রীমহল সে উদ্দেশ্যে ভেস্তে দেওয়ার জন্য অন্যত্র সরিয়ে নিতে চক্রান্ত করছে।
এ চক্রের উদ্দেশ্য টাকা সরকারের টাকা আত্মসাত করে সরকারের উদ্দেশ্যে ভেস্তে দেয়া। পাহাড়ে অতীতে এ ধরণের অনেক ষড়যন্ত্র করা হয়েছে। সেটি এবার করতে দেয়া হবে না।
অধ্যাপক রনজ্যোতি চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, ক্রীড়াবিদ আব্দুল মান্নান, সমাজ সেবক নুরুল আবছার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য হৃদয় চাকমা, এনসিপির নেতা শহীদুল ইসলাম, বিএনপি বাবুল তালুকদার, রিকো খীসা প্রমূখ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments