কেন্দ্র ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল করেছে জামায়েত ইসলামি বাংলাদেশ।
শুক্রবার বিকালে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষ করে চৌমুহনী চত্বরে সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা কবির আহম্মেদ, সঞ্চালন করেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আবছার হোসেন ও পৌর বায়তুলমাল সম্পাদক মাওলানা মোহাম্মদ আফসার উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি জাফর আহম্মেদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি মোঃ মশিউর রহমান, বাঘাইছড়ি উপজেলা জামায়াতের প্রচার সেক্রেটারি ডাঃ সরদার আব্দুর রহিম, ইসলামী ছাত্র শিবির সভাপতি মোঃ ইউসুফ, বাঘাইছড়ি উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ অব্দুল কাইয়ুম, পৌর জামায়াতের সভাপতি মোঃ নেয়ামত উল্লাহ।
সমাপনী বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কবির আহম্মেদ। বক্তব্যরা বলেন অবিলম্বে কেন্দ্র ঘোষিত ৫ দফা মেনে নিযে জাতীয় নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্খা বাস্তবায়ন করুন।