খাগড়াছড়ির দীঘিনালায় জেএসএস মুল গ্রুপ কর্তৃক ৫ নিরীহ গ্রামবাসীকে অপহরণের অভিযোগ করেছে ইউপিডিএফ।
দলটির সমর্থিত জনতা সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
শুক্রবার সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন।
উষাতন চাকমা বলেন, গত ২৪ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ দীঘিনালা বাবুছড়া এলাকার নুনছড়ি গ্রামের ৫ জন শ্রমিক বাঁশের চালি নামাতে গিয়ে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক শারীরিক নির্যাতনের শিকার হন। আর ২৫ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ নারাইছড়ি হতে দুই জন কাট্টন্যা(বাঁশের শ্রমিক) অপহৃত হন। বিনা দোষে গরীব, সাধারণ খেটে খাওয়া লোকজনকে শারীরিক নির্যাতন ও অপহরণ করা মোটেই কাম্য নয়। এটি চরম মানবাধিকার লঙ্ঘন। সভ্য সমাজে এটি কল্পনা করা যায় না।
বিবৃতিতে তিনি অবিলম্বে জেএসএস সন্তু দলকে সাধারণ জনগণকে হয়রানি বন্ধ করার আহবান জানান এবং গত ২৫ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ নারাইছড়ি থেকে অপহৃত দুই কাট্টন্যাকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি এসব সন্ত্রাসী কাজে জড়িত দলীয় কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ারও দাবি জানান।
প্রেস বিজ্ঞপ্তিত